পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ৫ শ জন গরিব ও দুস্থ্যদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করেছেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি ড.খ: মহিদ উদ্দিন বিপিএম(বার) ।আজ রবিবার সকালে খুলনা জেলার পুরাতন পুলিশ লাইন্সে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে শাড়ি লুঙ্গিসহ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আঞ্জুমান মফিদুল ইসলাম খুলনা শাখার উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থ্যদের মাঝে ঈদের শাড়ি -লুঙ্গি, লাচ্চা-সেমাই,চিনি বিতরণ করেন খুলনা রেজ্ঞ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন।ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা জেলা পুলিশ সুপার জনাব এস.এম শফিউল্লাহ্ বিপিএম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার(ডিএসবি) জনাব আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ, খুলনা বি-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো:সজিব খান,পুলিশ লাইন্সের আর.ও সহ পুলিশ লাইন্সের সকল স্থরের পুলিশ সদস্যগণ ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । এছাড়াও খুলনা সদর থানা আওয়ামী লীগ সভাপতি জনাব এ্যাডঃ মোঃ সাইফুল ইসলাম, জনাব ফারুকুল ইসলাম ফারুক, সেক্রেটারী, আঞ্জুমান মফিদুল ইসলাম খুলনাসহ শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় প্রায় ৫০০ জন গরিব ও দুস্থদের মাঝে শাড়ি লুঙ্গিসহ উপহার সামগ্রী বিতরণ করা হয়।