রাজারবাগ পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম-বার, পিপিএম।
শুক্রবার দুপুরে আইজিপি রাজারবাগ পুলিশ লাইন্স জামে মসজিদে এসে খুৎবা শোনেন অতপর জামাতের সহিত পবিত্র জুম্মার নামাজ আদায় করেন।জুম্মার নামাজে আইজিপি সকলের মঙ্গল কামনা করে মোনাজাত করেন।জুম্মার নামাজ আদায় শেষে আইজিপি সহকর্মী দের সাথে কোলাকুলি র মাধ্যমে কুশল বিনিময় করেন।
এসময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অর্থ) কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক,র্যাবের ডিজি এম খুরশীদ হোসেন,এসবি প্রধান মো: মনিরুল ইসলাম, নৌপুলিশের প্রধান শফিকুল ইসলাম সহ ঢাকাতস্থ বিভিন্ন ইউনিট প্রধান ও হেড কোয়াটার্সের উদ্ধর্ত্তন কর্মকর্তাগণ জুম্মার নামাজে উপস্থিত ছিলেন।