।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।। সিটিজেন জার্নালিস্ট(জিমি): আজ ২৩ ই ফেব্রুয়ারী ২০১৮ তারিখে দুপুর ১টার দিকে সাতক্ষীরা থেকে শ্যামনগরে নিজ বাড়িতে উদ্দেশ্যে রওনা হয়েছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।তার নির্বাচনী এলাকা চন্ডীপুর মোড়ে পৌছানোমাত্র দেখতে পেলেন একজন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে বয়স্ক মহিলা(পাগলি) মহাসড়কের পাশে বসে আসেন। চালককে বললেন প্রাইভেটকার থামাতে। চালক প্রাইভেটকার থামালেন। এরপর গাড়িতে থাকা ফল নিয়ে নিচে নেমে মহিলাকে ফলগুলো খাওয়ার জন্য প্রদান করলেন এবং দুপুরের খাবার খাওয়ার জন্য মহিলাকে নগদ আর্থিক সাহায্য দেন।বিষয় টি দেখে রাস্তার আসেপাসের জনগন হতবাক হয়ে গেলেন।একজন সংসদ সদস্য সাতক্ষীরা থেকে ফল কিনেছেন পরিবারের জন্য।চলতি পথে রাস্তার পাগল কে সেই ফল থেকে ফল নিয়ে খেতে দিলো!!এটা সত্যিই মহৎ একটি ঘটনা।
প্রংঙ্গতঃ সাতক্ষীরা ৪ নং আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার এ ধরনের মহতি কাজ গুলো প্রতি নিয়ত করে থাকেন।কখনও তিনি রাস্তার শ্রমিক দের সাথে রাস্তা মেরামতের কাজ করেন।কখনও তিনি লুঙ্গি-গামছা পড়ে ঝুড়ি কুদাল নিয়ে শ্রমিকদের সাথে নদী ভঙ্গনের কাজ করেন।আবার কখনও তিনি ভিক্ষুক দের বাড়িতে বসে দুপুরের খাবার খান ভিক্ষুক দের সাথে। আমরা সোশাল মিডিয়াতে এই সংসদ সদস্যের এমন ঘটনা প্রায় প্রায় দেখতে পায়।এক প্রশ্নের উত্তরে এমপি জগলুল হায়দার বলেন,জননেত্রী শেখ হাসিনা বলেছেন,জনগনের চাকর হয়ে কাজ করতে,এলাকার অসহায় ও গরীব মানুষের পাসে দাঁড়াতে ও ক্ষুদা- দারিদ্র মুক্ত ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে সবাই কে একসাথে কাজ করতে।সেই ধারাবাহিকতায় আমি একের পর এক জনকল্যাণ মুলক কাজ করে যাচ্ছি।