বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ ফারুক এঁর সাথে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও খুলনা জোনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা সার্কিট হাউজ মিলনায়তনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা’র আয়োজনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) ড. মো মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী রফিকউল্লাহ, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পওর বিভাগ ১) আবুল খায়ের, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পওর বিভাগ ২) সুধাংশু কুমার সরকার প্রমুখ। সুন্দরবন উপকুলীয় সাতক্ষীরা শ্যামনগরের দাতিনাখালী, লেবুবুনিয়া, খুলনা জেলার কয়রার গোলখালী, বেদকাশী, হরিণখোলা, আশাশুনি উপজেলার চাকলা ও কুড়িকাউনিয়া ভাঙন এলাকার বেড়িবাধ নির্মাণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় পানি উন্নয়ন বোর্ডের জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।