সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণ করেছে। জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন জেলাব্যাপি "একদিনে এক লক্ষ" বৃক্ষের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করে। এই মহতি উদ্যোগকে সফল করে তুলতে সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল স্থাপনা আঙ্গিনায় বিভিন্ন ফলদ, বনজ ও ওষধি বৃক্ষের চারা রোপণ করে।
রবিবার সকলে সদর উপজেলার আলিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দুটি আমের চারা রোপণ করেন সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক বসীর আহমেদ ও সদর উপজেলার ফ্যামিলি প্লানিং অফিসার আব্দুস সেলিম।
এ সময় জেলা পরিবার পরিকল্পনা অফিসের হিসাবরক্ষক জিল্লুর রহমান, আলিপুর ইউনিয়নের এফপিআই সহ সংশ্লিষ্ট মাঠ কর্মীরা বৃক্ষরোপণ কালে উপস্থিত ছিলেন।