♠♠♠♠
ভিক্ষুকমুক্তকরণ, ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুনর্বাসন আওতায় পুনর্বাসিতদের সঙ্গে ঈদ পুনর্মিলনী করেছে খুলনা বিভাগীয় প্রশাসন। সোমবার দুপুরে খুলনা অফিসার্স ক্লাবে ব্যতিক্রমী এ পুনর্মিলনী আয়োজন করা হয়। এতে ১২০ জন ভিক্ষুক অংশ নেন। পুনর্মিলনী অনুষ্ঠানে পুনর্বাসিতরা দেশত্ববোধক গান, কবিতা ও গজল গেয়ে নিজেদের মাতিয়ে রাখেন।
খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটির নব-নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহম্মদ, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির, খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, নড়াইল জেলা প্রশাসক মোঃ এনামুল হক চৌধুরী, ভারপ্রাপ্ত খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু সায়েদ মোঃ মনজুর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান, এনডিসি মোঃ আরাফাতুল আলমসহ মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
জেলা প্রশাসন খুলনার সার্বিক সহযোহিতায় অনুষ্ঠানটি খুলনা অফিসার্স ক্লাবে আয়োজন করা হয়। বিভাগীয় কমিশনার খুলনা জনাব লোকমান হোসেন মিয়া মহোদয়ের ঐকান্তিক প্রচেস্টায় পুনর্বাসিত ব্যক্তিগণ যারা পূর্বে ভিক্ষুক ছিলেন তাদেরকে পোলাও, মুরগীর রোস্ট, ডিম সহ সিজনাল আম ও দধী দিয়ে পেট ভরে আপ্যায়নের ব্যবস্থা করেন। তাদের সাথে কুশল বিনিময় করেন। পুনর্বাসিত ব্যক্তিগণও বর্তমান সরকারের উল্লেখ্যোগ্য কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আর অসম্মানজনক পেশা ভিক্ষাবৃত্তি করবে না বলে দৃঢ় প্রতিজ্ঞা করেন। এসময় এক আনন্দঘণ পরিবেশে সবাই পেট ভরে খেয়ে যাতায়াত বাবদ ২০০টাকা নিয়ে বাসায় যান।
উল্লেখ্য, ২০১৭ সালের ৮ মে খুলনা জেলাকে প্রাথমিকভাবে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয় তৎকালীন বিভাগীয় কমিশনার জনাব আবদুস সামাদ ও তৎকালীন জেলা প্রশাসক জনাব নাজমুল আহসান এঁর নিরালস প্রচেষ্টায়।