সম্প্রতি পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতরা দ্রুত শনাক্ত হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বলেছেন, তদন্ত ও তথ্য বিশ্লেষণ চলছে। আমরা সহসাই হামলাকারীদের শনাক্ত করতে পারবো।
বৃহস্পতিবার ইন্টারপোল পুলিশিং ক্যাপাবিলিটিজ প্রোগ্রাম ফর এশিয়া এন্ড সাউথ প্যাসিফিক শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের পর সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলে।
জাবেদ পাটোয়ারী আরো বলেন, পুলিশের ওপর সম্প্রতি যে চারটি হামলার ঘটনা ঘটেছে। সেসব ঘটনায় হওয়া মামলার তদন্ত ও তথ্য বিশ্লেষণ চলছে। সঠিকভাবে যেন তদন্ত হয়, সেজন্য তদন্ত তদারকি সহায়ক টিমও গঠন করেছে ডিএমপি।
তিনি বলেন, আমরা প্রত্যেকটি ঘটনার মধ্যে যোগসূত্র খুঁজছি। আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ডিএমপির জঙ্গিবিরোধী সংস্থাগুলো কাজ করছে। আমাদেরকে একটু সময় দিন, আমরা সহসাই হামলাকারীদের শনাক্ত করতে পারবো।
অন্যদিকে ইন্টারপোলের এই প্রশিক্ষণ সর্ম্পকে জাবেদ পাটোয়ারী বলেন, পৃথিবীতে যেভাবে হুমকি বাড়ছে, অপরাধ বাড়ছে, সেজন্য সমন্বিতভাবে কাজ করতে হবে। আমাদের সবারই দরকার দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা। আর এক্ষেত্রে ইন্টারপোলের প্রশিক্ষণ অনেক বেশি কার্যকরী হবে।