।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।সিটিজেন জার্নালিস্ট(জিমি): প্রতিবন্ধী পুনর্বাসন কর্মসুচির আওতায় সেলাই মেশিন ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সিডো’র আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় শহরের বাটকেখালী সিডো কার্যালয়ে সিডো’র নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীদের সমাজের মূল-স্রোতধারায় ফিরিয়ে আনতে উন্নত মানের শিক্ষা ও প্রশিক্ষণ দিতে হবে। প্রতিবন্ধীদের জন্য ভাতাসহ বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে বাংলাদেশসহ সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন। প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিকের পরিচয় পত্র দিয়েছেন।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক হারুন অর রশিদ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা ও পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, পৌরসভার ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন, হেনরী সরদার, আরা এনজিও’র নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, কারিতাস এনজি’র কর্মকর্তা জেমস্ সুকুমার মন্ডল, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা সুলেখা দাস, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ১২টি সেলাই মেশিন ও ৫টি হুইল চেয়ার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আবুল হাসান ও আগষ্টিন গাইন।