তারিক ইসলাম: ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষ রোপন করেন। অদ্য ০৮ আগস্ট, ২০২০ খ্রি. ১১:০০ ঘটিকায় একটি বকুল গাছ রোপন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষ রোপন কার্যক্রমে অংশগ্রহন করেন।
বৈশ্বিক জলবায়ুর বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচির ধারাবাহিকতায় সকলকে বৃক্ষ রোপনে এগিয়ে আসার আহ্বান জানান রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান । কার্যক্রমের ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সম্মানিত সভানেত্রী জনাব জেসমিন কেকা, পিপিএম, বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা মহোদয় দুটি বৃক্ষ রোপন করেন।
উল্লেখ্য নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষ রোপন কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার এআইজি (এডুকেশন) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষ রোপন কার্যক্রমে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি.এম মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুভাস চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোঃ মেহেদী ইমরান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মোঃ খোরশেদ আলম, সহকারি পুলিশ সুপার (সি সার্কেল) জনাব মাহিন ফরাজী, সহকারি পুলিশ সুপার (এসএএফ) জনাব রুবেল হক-সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, সকল তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।