নিজস্ব প্রতিবেদক ॥
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আজ শুক্রবার সাতক্ষীরা প্রেসক্লাবে আসছেন। বিকাল সাড়ে তিনটায় সাতক্ষীরা প্রেসক্লাবের নানা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এ দিকে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব তথ্য উপদেষ্টার সাতক্ষীরা প্রেসক্লাবে আগমন উপলক্ষে সাজ সাজ রব পড়েছে। বরেন্য এই অতিথিকে ফুলের স্বাগত জানাতে প্রস্তুত সাতক্ষীরা প্রেসক্লাব।
তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সাতক্ষীরা প্রেসক্লাবের নবনির্মিত ত্রিতল ভবন উদ্বোধন করবেন। পরে তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। এ সময় তিনি বিদায়ী কমিটির কাছ থেকে নতুন কমিটির দায়িত্ব গ্র্রহন পর্যবেক্ষন করবেন। সাতক্ষীরা প্রেসক্লাবের কৃষ্ণচূড়া চত্বরে নতুন ভবন উদ্বোধন ও অভিষেক সহ সমুদয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রেসক্লাবের বিদায়ী সভাপতি এড. আবুল কালাম আজাদ।
তিনি তার স্বাগত ভাষনের মধ্য দিয়ে তার দায়িত্ব তুলে দেবেন নবনির্বাচিত সভাপতি অধ্যাপক আবু আহমেদের হাতে। এ সময় উপস্থিত থাকবেন প্রেসক্লাবের বিদায়ী ও নবনির্বাচিত সাধারন সম্পাদক আবদুল বারীসহ কমিটির সকল কর্মকর্তা। উদ্বোধক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী অভ্যাগত অতিথি ও সাংবাদিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে পর্যায়ক্রমে আরও বক্তৃতা করবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডা.আফম রুহুল হক , সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম রিফাত আমিন, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান , সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। দেশাত্মবোধক সঙ্গীতের সাথে নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হওয়া কর্মসূচির শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেবেন বিশিষ্ট শিল্পী শামীমা পারভিন রতœার নেতৃত্বাধীন বর্নমালা একাডেমির শিল্পীরা।
সূত্রঃদৃষ্টিপাত,সাতক্ষীরা।