♣♣♣
নিজস্ব প্রতিবেদকঃ
স্বল্পন্নোত দেশ হতে মধ্যম আয়ের দেশে উন্নতি, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটালাইট-১ উথক্ষেপন, গ্লোবাল ইউমেন্স লিডারশীপ এ্যাওয়ার্ড অর্জন ও ভারতের আসানসোল কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সন্মান সূচক ডি লিট অর্জন করায় বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার সন্মানে এবং শেখ হাসিনা উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আওয়ামীলীগ ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাতক্ষীরায় আলোচনা সভা ও বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র নেতৃত্বে বুধবার বিকাল ৪টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাকপার্ক থেকে বিশাল একটি শোভাযাত্রা শুরু করে শহরের পাকাপুল মোড়, নিউ মার্কেট মোড়, জজকোর্ট মোড়, খুলনারোড মোড়, নারিকেলতলা মোড়, কাটিয়া টাউন বাজার মোড়, কাছারীপাড়া মোড় হয়ে আব্দুর রাজ্জাকপার্কে এসে শোভাযাত্রা শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ, দপ্তর সম্পাদক শেখ হারুণ অর রশিদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জোস্না আরা,নিউজ 24 টেলিভিশনের জেলা প্রতিনিধি শাকিলা ইসলাম জুঁই, জেলা শ্রমিকলীগ নেতা শেখ তোহিদুর রহমান ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, পৌর যুবলীগের সাবেক সভাপতি খন্দকার আরিফ হাসান প্রিন্স, ছাত্রলীগের সাবেক নেতা অ্যাড. তামিম আহমেদ সোহাগ সহ সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, তাঁতিলীগ, মৎস্যজীবী লীগ, মহিলা আওয়ামীলীগ সহ এর সকল অঙ্গ ও সহযোগি সংগঠের নেতা, কর্মীবৃন্দ।
এদিকে শেখ হাসিনা উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় অনুষ্ঠিত বিশাল আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহণকারী সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগের হাজার হাজার নেতা, কর্মী, সমর্থক ও সাধারণ জনতা বৃষ্টিকে উপেক্ষা করে আনন্দ শোভাযাত্রায় স্বতস্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করেন।
এছাড়া আনন্দ শোভাযাত্রায় পায়ে হাটার পাশাপাশি শতশত মটরসাইকেল, ইজিবাইক, থ্রি-হুইলার, পিকআপ, ট্রাক চোখে মেলে
সাতক্ষীরায় আওয়ামীলীগের পূর্বে যে কোন সময়ে অনুষ্ঠিত র্যালী ও মিছিলে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের অংশ গ্রহণ দেখা গেছে, ২৫ জুলাই বুধবার বিকেলে অনুষ্ঠিত শেখ হাসিনা উন্নয়ন দিবসে অংশ গ্রহণকারী নেতা, কর্মী, সমর্থীক ও সাধারণ জনতার উপস্থিতি পূর্বের রেকর্ড অতিক্রম করেছে।