প্রাণ সায়র খাল ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জেলা সংবাদপত্র পরিষদ ও সম্পাদকদের সাথে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে রবিবার বিকাল চারটায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিধনে কি কার্যক্রম পরিচালনা করা যায়, সে বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়। একই সাথে প্রাণ সায়ের খালের প্রাণ ফিরিয়ে আনার লক্ষ্যে জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এসময় তিনি বলেন প্রাণ সায়েরের পাশে থাকা অবৈধ স্থাপনা এবং যেগুলি পৌরসভা কর্তৃক লীজ দেওয়া হয়েছে সেগুলোর লীজ বাতিল করার জন্য পৌরসভাকে বলা হয়েছে। তিনি আরো বলেন, শহরের মানুষকে পরিবেশ সম্মতভাবে বসবাসের উপযোগী করে গড়ে তুলতে হবে। প্রাণ সায়র খালের ধারে অবৈধ স্থাপনা ও লীজ দেওয়া দোকান উচ্ছেদ করে। দুই পাশের রাস্তা প্রশস্ত করতে হবে। খালটি সুন্দরভাবে খনন করতে পারলে শহরবাসী নানানভাবে উপকৃত হবে। তিনি ডেঙ্গুর ব্যাপারে বলেন ডেঙ্গু আতঙ্ক নয়, জনসচেতনতা জরুরী। প্রতিটি বাড়িতে ড্রেন নর্দমা এবং এডিস মশার জন্মস্থান যদি ধ্বংস করা যায়, তবে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতি: জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাইদ, জেলা সংবাদপত্র পরিষদের আহবায়ক দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক পত্রদূত উপদেষ্টা সম্পাদক এড. আবুল কালাম আজাদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, দৈনিক আজকের সাতক্ষীরা সম্পাদক মো. মহসিন হোসেন বাবলু, দৈনিক সাতনদী সম্পাদক মো. হাবিবুর রহমান, দৈনিক যুগের বার্তা সম্পাদক আবু নাসের মোঃ আবু সাঈদ, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা সম্পাদক একেএম আনিছুর রহমান, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, সাপ্তাহিক মুক্ত স্বাধীন সম্পাদক আবুল কালাম প্রমুখ।
-পত্রদূত নেট।