‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ বঙ্গবন্ধুর ভাস্কর্য মানে স্বাধীন বাংলাদেশের মানচিত্র।কুষ্টিয়া জেলা শহরের এনএস রোডস্থ পাঁচ রাস্তার মোড়ে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থাপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের ঘটনার প্রতিবাদে অদ্য ১২/১২/২০২০ খ্রিঃ তারিখ বিসিএস(পুলিশ),কুষ্টিয়ার আয়োজনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সুপার, কুষ্টিয়া’র কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাস্কর্যে এবং কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধু এঁর নবনির্মিত ভাস্কর্যে পুলিশের সকল কর্মকর্তাদের নিয়ে পুস্পস্তবক অর্পণ করেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার)।
অতপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহতদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।