আজ ১৭ মার্চ ২০২৪ তারিখ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম(বার), পিপিএম।
![]()
শ্রদ্ধা জ্ঞাপন কালে এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), নওরোজ হাসান তালুকদার, কমান্ড্যান্ট, (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, খুলনা, জয়দেব চৌধুরী বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), মোঃ হাসানুজ্জামান পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) খুলনা রেঞ্জ এবং রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সুপার খুলনা সহ খুলনা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।