মাহফিজুল আক্কাস : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২০ এর দ্বিতীয় লেগ ফাইনাল খেলায় অংশ নিতে বরিশাল’র উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করেছে জেলা ফুটবল দল। সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে দ্বিতীয় লেগ ফাইনাল খেলায় অংশ নিতে বরিশাল’র উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করার পূর্বে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সাথে সাক্ষাত করে জয়ের লক্ষ্যে দোয়া কামনা করে জেলা ফুটবল দল। এসময় জেলা প্রশাসক জেলা ফুটবল দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, ‘আমি নিজেও একজন ভাল ফুটবলার ছিলাম। তোমাদের মনোবল ও লক্ষ্য ঠিক রেখে খেলবে। জয় ছাড়া কথা নয়। আগামী খেলায় জয়লাভ করলে খেলোয়াড়দের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করেন তিনি। ভাল খেলা উপহার দেওয়া ও জয়লাভের মধ্য দিয়ে জেলার ক্রীড়াঙ্গণের সুনাম ধরে রাখার আহবান জানান এবং খেলার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন।’
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বরিশাল জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২০ এর দ্বিতীয় লেগ ফাইনাল খেলায় মুখো মুখি হবে সাতক্ষীরা জেলা ফুটবল দল বনাম স্বাগতিক বরিশাল জেলা ফুটবল দল।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌরসভার ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জেলা ফুবল দলের কোচ ইকবাল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য শেখ আব্দুল কাদের, হারুন খান ও সাতক্ষীরা জেলা দলের খেলোয়াড় আরিচ, কাবিজ, বিদ্যুৎ, মামুন, লিটন, রাসেল, হাদিছুর, তোতন, পারভেজ, রাজিব, মহানন্দ, সাদ্দাম, পলাশ, সাগর, সুমন, সিদ্দিক, মিয়ারাজ, জাকির। দ্বিতীয় লেগ ফাইনাল খেলায় অংশ নিতে বরিশালের উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করার পূর্বে সাতক্ষীরা জেলা ফুটবল দল বরিশাল দলের বিরুদ্ধে জয়লাভ করার জন্য সাতক্ষীরাবাসীর দোয়া আর্শিবাদ কামনা করেছেন।