বরগুনা জেলায় ঘূর্ণিঝড় 'বুলবুল' পরবর্তী দুর্যোগ মোকাবেলায় ব্যাপক ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে বরগুনা সদর উপজেলার বুড়ির চর ইউনিয়নের লবনগোলা গ্রামের নিহত মহিবুল্লার পরিবারকে তার বাচ্চার পড়ালেখার খরচ চালানোর জন্য নগদ ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা দেন বরগুনা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মুস্তাইন বিল্লাহ।
এছাড়া বরগুনা জেলার ৬টি উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর হোসেন সজল এঁর নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসারদের সমন্বয় টিম ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যহত রেখেছে।সোমবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর হোসেন সজল বরগুনা জেলার ৬ টি উপজেলায় সরকারের পক্ষে ঘুর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ ব্যক্তি/পরিবার/প্রতিষ্ঠানে ঢেউটিন,নগদ অর্থ,শুকনো খাবার,কম্বলসহ বিবিধ সামগ্রী বিতরন করেন।
অপরদিকে একই দিন বরগুনার আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন চওড়া ইউনিয়নে ঘূর্ণিঝড় বুলবুল এর তান্ডবে ক্ষতিগ্রস্ত দের মাঝে নগত টাকা,কাপড়,চাল,ডাল,ঢেউটিন বিতরণ করেন।
বরগুনা জেলা প্রশাসনের সূত্র জানায় সোমবার ত্রাণ হিসেবে বরগুনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৪০০.০০ মেঃ টন চাউল, ১০,০০,০০০ টাকা নগদ ক্যাশ, ১৯৫০ কার্টুন শুকনা খাবার, ৩৬০ বান্ডিল ঢেউ টিন ও গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ ১০,৮০,০০০ টাকা দেওয়া হয়।