কুষ্টিয়া জেলার সাবেক সফল মানবিক পুলিশ সুপার ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের সি,টি এস,বির উপ-পুলিশ কমিশনার এস,এম তানভির আরাফাত পিপিএম-বার করোনা আক্রান্ত হয়ে বাড়িতে হোম আইসোলেশনে আছেন।বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ মোতাবেক বাড়িতে আইসোলিউসিনে আছেন।খোজ নিয়ে যানা গেছে তার শারীরিক অবস্থার উন্নতি না হলে তিনি রাজারবাগ পুলিশ লাইন্স হসপিটাল ঢাকাতে গিয়ে চিকিৎসা নেবেন।
এসপি তানভীর আরাফাত পুলিশের ২৪ বিসিএস ক্যাডার।তিনি বাগেরহাটের কৃতি সন্তান।কুষ্টিয়া জেলায় পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন কালে তিনি অসংখ্য মানবিক কাজ করেছেন।বিশেষ করে লক ডাউনের সময় কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর আরাফাত কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল-ডাল ও নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র পৌছে দিয়েছেন।কুষ্টিয়ার মানুষের কাছে তিনি মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত।অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় তিনি খুলনা রেঞ্জ পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্সে কয়েকবার রেজ্ঞের শ্রেষ্ঠ এসপি হিসাবে রেঞ্জ ডিআইজি'র নিকট থেকে সন্মাননা ক্রেস্ট অর্জন করেছিলেন।
মানুষকে সেবা দিতে গিয়ে তিনি করোনা আক্রান্ত হয়েছেন। তাই সকলে এই মানবিক উপপুলিশ কমিশনার তানভীর আরাফাতের দ্রুত সুস্থতার জন্য সকলেই দোয়া করবেন।
-প্রেস রিলিজ।