“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি”এই প্রতিপাদ্য সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে খুলনা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে বেলুন উড্ডয়ন, কেক কেটে এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মাধ্যমে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ এর শুভ উদ্বোধন করেন খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম(বার)।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা -৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ।
খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম এর সভাপতিত্বে পরবর্তীতে ডুমুরিয়া থানা পুলিশের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক নির্মূলে কমিউনিটি পুলিশিং এর প্রয়োজনীয়তা ও ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য প্রদান করেন খুলনা -৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ, খুলনা রেঞ্জ ডিআইজি ড.খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার),খুলনা রেজ্ঞের অতিরিক্ত ডিআইজি(প্রশাসন এন্ড ফিন্যান্স) জনাব মোঃ হাবিবুর রহমান, বিপিএম,অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশন)একেএম নাহিদুল ইসলাম,খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, বি সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো:সজিব খান , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান,ইউএনও-ডুমুরিয়া,ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব,ডুমুরিয়া কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, কমিউনিটি পুলিশিং ফোরাম, খুলনা জেলাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে ডুমুরিয়া কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে ফুটবল প্রতি কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী দের মাঝে পুরুস্কার বিতরণ করেন খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার)।