আলতাফ হোসেন বাবু : সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে ফেস্টুন উড়িয়ে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল “ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯” এর কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং একটি বর্ণাঢ্য র্যালী শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডিজিটাল বাংলাদেশ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে নির্বাচনী ইশতেহারে প্রথম ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপরেখা দেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল, অন্যান্য দেশ এখন বাংলাদেশের মত হতে চায়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সাতক্ষীরার উপ পরিচালক মোহাম্মদ হুসাইন শওকত, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুররহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বদিউজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী,কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বিনেরপোতা সাতক্ষীরার অধ্যক্ষ মোছাবেরুজ্জামান সুমন সহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধি বৃন্দ।