সিটিজেন জার্নালিষ্ট, সাতক্ষীরা: সাতক্ষীরার আগরদাড়ি ইউনিয়নে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে "সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩.৩০ মিনিটে আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সাতক্ষীরা জেলা তথ্য অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।সাতক্ষীরা স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা:আবু শাহীন,সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী,সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, আগরদাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মজনুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রম এ সময় উপস্থিত জনগনের মাঝে তুলে ধরেন।মতবিনিময় অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে সকলের সহযোগিতা ও সকল কে আইন মেনে চলার আহবান জানান।সাথে সাথে তিনি সাতক্ষীরা জেলা কে মাদক- জঙ্গী-সন্ত্রাস মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।