না ফেরার দেশে চলে গেলেন সাতক্ষীরা জজ কোর্টের বর্ষীয়ান আইনজীবী এডভোকেট আবুল খায়ের। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।মঙ্গলবার রাত ৯ টার পরে শহরের সিবি হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে ভূগিতেছিলেন।
পরিবারের সদস্যরা জানান, বৎসর দুই আগে ক্যান্সার চিকিৎসায় কেমো থেরাপি নিয়ে তিনি কিছু মাস সুস্থ্য ছিলেন। সপ্তাহ খানেক আগে বাড়িতে অসুস্থ হয়ে পড়লে সাতক্ষীরা শহরের সিবি হাসপাতালেে তাঁকে ভর্ত্তি করা হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৯ টার পরে ইন্তেকাল করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বৎসর।মৃত্যুকালে তিনি স্ত্রী সহ এক ছেলে ও তিন মেয়ে সন্তান সহ অসংখ্য ভক্ত ও আত্মীয় স্বজন রেখে গেছেন।মরহুমের মরাদেহ আনজুমান মফিদুল ইসলামে রাখা হয়েছে।আগামীকাল মরহুমের প্রথম জানাযায় নামাজ জজকোর্টের উকিল বারে পড়ানো হবে পরে তাঁর দেশের বাড়ি লাবসার যুগরাজপুরে দ্বিতিয় জানাযানার নামাজ পড়ানো হবে এবং সেখানে পারিবারিক গ্রস্থানে তাঁকে দাফন করা হবে।মরহুমের জানাযার নামাজের সময়সূচী পরবর্তীতে জানানো হবে।মরহুমের আত্মার শান্তি কামনায় তাঁর পরিবার জেলাবাসী, সকল আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া চেয়েছেন।
প্রাসংঙ্গত : এই বর্ষীয়ান আইনজীবী এডভোকেট আবুল খায়ের একসময় শহরের রউফ বুক ডিপোতে বসে সময় কাটাতেন।সেখানে শহরের শীর্ষ আইনজীবীদের মিলনমেলা বসতে। তিনি সম্পর্কে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচীব) সভাপতি ও সাবেক সংসদ ডা:মোখলেছুর রহমান ও সাবেক সিভিল সার্জন ডাঃমোঃএবাদুল্লাহ সাহেবের মামা শ্বশুর হন ।