অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কালিগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। বৃহস্পতিবার বিকালে উপজেলার সিমান্তঘেষা কালিন্দী, ইছামতি ও কাঁকশিয়ালী নদীর ত্রি-মোহনায় চন্দ্রভবন এলাকায় বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্ক এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুজিব শতবর্ষে জেলাকে নান্দনিক সাজে সাজানো হচ্ছে। বসন্তপুরে পার্কটি নির্মাণে উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশাপাশি সাংবাদিকদের অবদান রয়েছে। আপনাদের দীর্ঘদিনের এই দাবি আজ পূরণ হয়েছে। অনুষ্ঠানে তিনি আরো বলেন, বসন্তপুর নৌরুট চালু, কালাবানীয়া পুকুরের ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং এলাকার রাস্তঘাট উন্নয়নে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। কালিগঞ্জ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন প্রমুখ। পার্ক উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।