ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব ঐতিহ্য ও সংগ্রামের গৌরবোজ্জ্বল ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহ্বানে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
[video width="640" height="368" mp4="https://updatesatkhira.com/wp-content/uploads/2023/06/VID-20230624-WA00045.mp4"][/video]
আনন্দ র্যালিতে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সফল সহসভাপতি ও জেলা ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের পদ প্রত্যাশী কাজী সাদিকুজ্জামান দীপের নেতৃত্বে প্রায় ১২০০ প্লাস শিক্ষার্থী আনন্দ র্যালিতে মিলিত হয়ে র্যালিটিকে প্রাণবন্ত করে।
শুক্রবার (২৩ জুন) বিকালে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে র্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“বাংলাদেশ আওয়ামী উপমহাদেশের প্রাচীনতম বৃহৎ রাজনৈতিক দল। বাংলাদেশের স্বাধীনতাসহ সকল বড় অর্জন বাংলাদেশ আওয়ামী লীগের। অনেক রক্তে পাওয়া এদেশ। স্বাধীনতা বিরোধী বিএনপি -জামাত মুখে বড় বড় কথা বলে। তারা জননেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ শে আগস্টসহ অনেক হামরা করেছে। তারা দেশের কোন উন্নয়ন করেনি। দেশের সামগ্রীক উন্নয়ন করেছে জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দেশের জনগণ আসন্ন মহান জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করবে ইনশাল্লাহ।”
সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, সাহানা মহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, আতাউর রহমান, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ওসমান গনি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মনসুর আহমেদ, ত্রাণ বিষয়ক সম্পাদক এডভোকেট আজহারুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ আব্দুল কাদের, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জেএম ফাত্তাহ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সহ-সভাপতি মো. গোলাম মোরশেদ, সরদার নজরুল ইসলাম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদ আক্তার বানু, সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, এএসএম মাকছুদ খান, খন্দকার আরিফ হাসান প্রিন্স, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী ফিরোজ হাসান, সদস্য সচিব বণি, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান অসলে, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান আশিক, সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহছান হাবীব অয়ন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আসাদুজ্জামান লিটু, নির্বাহী কমিটির সদস্য শেখ মনিরুল হোসেন মাসুম, শিমুন শামস, এডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, মো. শামসুর রহমান, মীর মোশারফ হোসেন মন্টু, যুবনেতা ও সাতক্ষীরা জজ কোর্টের এডিশনাল পিপি শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন, জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা রুবি, জেলা যুব মহিলা লীগের সাবেক নেত্রী সাবিহা হোসেন, জেলা যুব মহিলা লীগের নেত্রী সীমা সিদ্দিক, জেলা যুব মহিলা লীগের নেত্রী নাহিদা পারভীন পান্না, স্বেচ্ছাসেবক লীগের নেত্রী আয়েশা সিদ্দিকা, পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর হাবিবুর রহমান বিটু, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমুখ।
সমাবেশের পূর্বে ঘোড়ার গাড়ি, ব্যাণার-ফেস্টুন, প্লাকার্ড বাদ্যসহকারে বর্ণাঢ্য র্যালি শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে বের হয়ে শহিদ নাজমুল স্মরনী হয়ে নারকেলতলা, খুলনা রোড় হয়ে শহরের নিউ মার্কেট মোড়ে সমাবেশে গিয়ে মিলিত হয়। এসময় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষির্কীর বর্ণাঢ্য র্যালিতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্লোগানে স্লোগানে প্রকোম্পিত ও মুখরিত হয়ে ওঠে সমস্ত জেলা শহর। এসময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের অংগ ও সহযোগি সংগঠনের ১৫ হাজারের বেশি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।