গতকাল ১৫ জুলাই ২০২২ তারিখ সন্ধ্যা ৭.০০ ঘটিকায় বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় নির্মিত ‘অভিশপ্ত আগস্ট’ নাটকটি মঞ্চায়িত হয়েছে।
![]()
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যাকান্ডের উপর ভিত্তি করে নির্মিত এ নাটকটি। ইতিহাসে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা বিরল।
![]()
নাট্যানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজিপি (এইচআরএম) মোঃ মাজহারুল ইসলাম।
![]()
ঢাকা রেঞ্জের ডিআইজি মো: হাবিবুর রহমান বিপিএম (বার),পিপিএম(বার)- এর তথ্য, সংকলন ও গবেষণায় এবং পুলিশ পরিদর্শক জাহিদুর রহমানের রচনা ও নির্দেশনায় নির্মিত ‘অভিশপ্ত আগস্ট’ নাটকটির বিভিন্ন চরিত্রে বাংলাদেশ পুলিশের সদস্যরা অভিনয় করেছেন।অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সদ্য পদন্নোতি প্রাপ্ত ডিআইজি মাহাবুবুর রহমান সহ উদ্ধর্ত্তন কর্মকর্তারা উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন।
![]()