★★★★
সিটিজেন জার্নালিষ্ট(জিমি):
রাজধানীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত অনীক আজিজের স্মরণ সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, তরুণদের আকংখাকে বুঝতে হবে। তাদের ভাষা ও জীবন উপলদ্ধি থেকে অগ্রজদের শিখতে হবে। মেনন বলেন আত্মহত্যা কোন পথ নয়, দেশপ্রেমে উজ্জিবিত হতে হবে তরুণদের। স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও সাংবাদিক কামাল লোহানী। অনুষ্ঠানে আলোচক ছিলেন অধ্যাপক ড. সুশান্ত দাস, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সাতক্ষীরার সাবেক ডিসি আবুল কাশেম মো. মহিউদ্দিন,সাতক্ষীরা লিনেট ফাইন আর্ট্স এর পরিচালক ও খুলনা বেতারের সংগীত শিল্পী জনাব আবু আফনান রোজবাবু,সংগীত শিল্পী ও পিএন বিয়্যাম ল্যাবরেটরি স্কুলের শিক্ষীকা জনাব রত্না সারমা,দৈনিক আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক ও ডেই্লি সাতক্ষীরা ডটকমের সম্পাদক জনাব হাফিজুর রহমান মাছুম, শহিদ রীমুর মা জেলেনা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আব্দুল আউয়াল, যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স, ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল, অনীকের বন্ধু রাকিন আবসার অর্ণব ও দিশারী আজিম, মহিবুল্লাহ মোড়ল, হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক বাপ্পাদিত্য বসু ও সংস্কৃতি কর্মী শেখ কান্তা রেজা।
0 Comments