প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২০, ৬:২৮ পূর্বাহ্ণ
বাজারে জনসমাগম কমাতে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ বাজার চালু
এবার করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সংকটকালীন সময়ে বাজারে জনসমাগম কমাতে ভ্রাম্যমাণ বাজার চালু করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় শুক্রবার সকাল ৮ টা থেকে চালু হয়েছে এ দুইটি ভ্রাম্যমাণ বাজার।
যার একটি শহরের সিটি কলেজ মোড় হয়ে খুলনা রোড মোড়, চায়না বাংলা শপিং মল, সংগীতার মোড় ও ইটাগাছা মোড়ে অবস্থান করবে। অপরটি নারকেলতলা হয়ে, পোস্ট অফিস মোড়, শহিদ আব্দুর রাজ্জাক পার্ক, সদর উপজেলা পরিষদ ও কলেজ মোড়ে একঘন্টা করে অবস্থান করবে।
জেলা প্রশাসনের এই ভ্রাম্যমাণ বাজারে চাল, ডাল, আলু পিয়াজ, তেল মরিচসহ বিভিন্নধরনের সব্জি পাওয়া যাবে।
জেলা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, নো প্রফিট নো লস এই ধারনাকে নিয়ে জেলা প্রশাসনের এই উদ্যোগের মূল লক্ষ্য জনসমাগম কমানো। সামাজিক দূরত্ব বজায় রেখে করোনাভাইরাস সংক্রমণের মূল উৎস হতে জনসাধারণকে নিরাপদ রাখা। পাশাপাশি সাতক্ষীরা বাসীকে নিরাপদে রাখা।
Copyright © 2024 Update Satkhira. All rights reserved.