মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসশনের আয়োজনে অনুষ্ঠিত কবিতা প্রতিযোগিতায় “ক” বিভাগে প্রথম হয়েছে ক্ষুদে আবৃত্তিকার সাফানা ফারদিন দিঘী। গত ১৫ ডিসেম্বর সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল সম্মেলন কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার প্রায় অর্ধশত ক্ষুদে আবৃত্তিকার এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পল্টু বাশার, মনিরুজ্জামান ছোট্টু ও দিলরুবা রোজ।
গত ১৬ ডিসেম্বর সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে ক্ষুদে আবৃত্তিকার দিঘীর হাতে পুরস্কার তুলে দেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা জেলা প্রশাসক পত্নী ও জেলা পুলিশ সুপার পত্নী, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ সহ সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাফানা ফারদিন দিঘী সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিশু সাংস্কৃতিক প্রতিষ্ঠান “বর্ণমালা একাডেমী” এর নিয়মিত শিক্ষার্থী।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলার নিজস্ব প্রতিনিধি ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামান ও সাতক্ষীরা ছফুরণনেছা মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সেলিনা সুলতানা লিপির কন্যা দিঘী সকালের দোয়া প্রার্থী।