আজ ২৬ শে মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের স্বাধীনতার প্রথম প্রহরে ১৯৭১ সালের ২৫ শে মার্চ কালরাতে প্রথম পাক হানাদার বাহিনীর বর্বর হামলার শিকার হয় রাজারবাগ পুলিশ লাইন্স। সে রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত তৎকালীন পুলিশের বাঙালি সদস্যরা তাদের থ্রি নট থ্রি রাইফেল দিয়ে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাড়ায়। মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের বীরত্বপূর্ণ অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
মুক্তিযোদ্ধ শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকালে রাজারবাগে পুলিশ স্মৃতিসৌধে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি এবং বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)। পরে একে একে শ্রদ্ধা জানান ডিএমপি কমিশনার, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন নেতৃবৃন্দ এবং বাংলাদেশ উইমেন পুলিশ নেটওয়ার্কের নারী পুলিশ কর্মকর্তাগণ। এসময় ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সূত্র: PHQ Media.