সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এর আনুষ্ঠানিক ঘোষনা মোতাবেক ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরা সদর উপজেলায় পালিত হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা সপ্তাহ, বাড়ি বাড়ি চলছে পরিচ্ছন্নতা অভিযান।
সরেজমিনে ঘুরে এসে প্রতিনিধি জানান মঙ্গলবার ও বুধবার বর্ষাকাদা উপেক্ষা করে সাতক্ষীরা সদর উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার জনাব দেবাশীষ চৌধুরীর তত্বাবধানে ডেঙ্গু প্রতিরোধে সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে একযোগে চলছে মশক নিধন কর্মসূচী।ইউএনও দেবাশীষ চৌধুরী প্রত্যেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে প্রত্যেকটি ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে কমিটি তৈরি করে দিয়েছেন।আর সেই কমিটির সদস্যরা প্রতিদিন ওয়ার্ডে বাড়িতে বাড়িতে গিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন ও মশাক নিধনের ঔষধ ছিটাচ্ছেন। ফলে কমতে শুরু করেছে এডিশ মশার বংশ বিস্তার।এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী বলেন প্রাথমিকভাবে, এ পর্যন্ত ৮৫,০৯৯ টি বাড়িতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, উপজেলার প্রতিটি বাড়িতে না পৌছানো পর্যন্ত এ অভিযান অব্যাহত রাখা হবে।