সৈয়দ জয়নুল আবেদীন জসি: সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ কর্তৃক গত বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অমুক্তিযোদ্ধা বলা ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের দু’গ্রুপের মারামারি ও সংঘর্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা এমপি রবিকে জড়িয়ে অপবাদ ও ষড়যন্ত্রের প্রতিবাদে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার শক্তির তীব্র নিন্দা প্রতিবাদ এবং ধিক্কার জানিয়েছে।
সাতক্ষীরা জুড়ে চলছে তীব্র সমালোচনার ঝড়। সাতক্ষীরা প্রেসক্লাবে দীর্ঘদিন ধরে অনেক সাংবাদিক সদস্য পদ চেয়ে না পাওয়ায় দু’গ্রুপের সংঘর্ষে পাল্টা-পাল্টি কর্মসুচি অব্যাহত রয়েছে। দুপক্ষের দ্বন্দ ও ক্ষমতার লড়াইয়ে সুবিধা নিতে স্বাধীনতা বিরোধী জামাত-বিএনপি চক্র সক্রিয়।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ও স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে কাজে লাগিয়ে এই সংঘর্ষ ভিন্ন খাতে নিতে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নৌ-কমান্ডো-০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে অমুক্তিযোদ্ধা ও মিথ্যা সংবাদ প্রকাশের নামে অহেতুক ও মিথ্যা বানোয়াট এবং কুরুচিপূর্ণ কথা লিখে ও বলে ক্ষমতা দখল ও স্বার্থ চরিতার্থ করতে দেশের মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের মানুষদের হৃদয়ে ক্ষতের সৃষ্টি করেছে।
প্রকৃত ঘটনা ও তার সত্যতা যাচাইয়ের মাধ্যমে দোষী ব্যক্তিদের কঠিন শাস্তির দাবী জানিয়েছে সাতক্ষীরার মুক্তিযোদ্ধা, স্বাধীনতার স্বপক্ষের জনতা ও দলীয় নেতৃবৃন্দ।