নৌ পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার),পিপিএম গতকাল ১৭ এপ্রিল ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখে ১৩ নং সেক্টর, উত্তরা ,ঢাকার “আপন ভুবন “নামক এক বৃদ্ধাশ্রমে আসন্ন পবিত্র ঈদ –উল- ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করেছেন।
![]()
তিনি পবিত্র মাহে রমজানে বৃদ্ধাশ্রমে অবস্থানরত সকল বৃদ্ধ ও অসহায় মা’ দের নিয়ে ইফতার সম্পন্ন করেন। বৃদ্ধাশ্রমে অবস্থানরত অসহায় বৃদ্ধাদের নিঃস্ব ও একাকী জীবনযাপনের মধ্যে নৌ পুলিশ প্রধানের আন্তরিকতা ও মমতা তাদের আবেগ আপ্লুত করে তুলে।
![]()
নৌ পুলিশ প্রধান বৃদ্ধাশ্রমে অবস্থানরত অসহায় ও বৃদ্ধ মা’ দের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
![]()
তিনি বলেন,”প্রতিটি মা বাবা যেমন তাদের সন্তানদের অত্যন্ত কষ্ট করে আদর যত্ন দিয়ে বড় করেন ঠিক তেমনি প্রতিটি সন্তানেরও তাদের নিজ নিজ বাবা মায়ের প্রতি দায়িত্ব ও কর্তব্য রয়েছে। তাছাড়া,ইসলাম ধর্মের বিধান অনুযায়ী ‘মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত’ উল্লেখ করে বিশেষ সন্মাননা প্রদান করা হয়েছে। একই সাথে বাংলাদেশে ‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন ২০১৩’ প্রণয়নের মাধ্যমে মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য শুধু নৈতিক বাধ্যবাধকতা নয়,বরং এই দায়িত্ব কর্তব্যের বিচ্যুতি আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গন্য করা হয়েছে।‘
![]()
অতিরিক্ত আইজিপি বৃদ্ধ মা’দের প্রতি শুভকামনা ও আসন্ন ঈদের শুভেচ্ছা জানিয়ে সকল বৃদ্ধ মা’দের ঈদের উপহার প্রদান করেন।
![]()