হৃদয়ের কথা বলে-স্লোগানকে ধারন করে আনন্দ টিভি ২য় বছর পেরিয়ে ৩য় বছরে পদার্পন উপলক্ষে বুধবার বিকালে সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টার (লেক ভিউ) তে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আনন্দমুখর পরিবেশে আনন্দ টিভির ২য় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মো. মুস্তাফিজুর রহমান-পিপিএম বার। সাতক্ষীরা আনন্দ টিভি দর্শক ফোরামের সভাপতি গাজী আশরাফের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের চিত্রের সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি আবুল কাশেম, দেশ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শফিউল¬াহ কাইসার সুমন, চ্যানেল ২৪ সাতক্ষীরা প্রতিনিধি আমেনা বিলকিস ময়না, মিনিস্টার মাইওয়ান সাতক্ষীরা পরিচালক রবিউল ইসলাম, দৈনিক কালের চিত্রের মফ:স্বল সম্পাদক মেহেদী আলী সুজয়, স্টাফ রিপোর্টার গাজী ফরহাদ, আওয়ামী লীগের মহিলা নেত্রী তানজিলা বেগম, সাংবাদিক আল মামুন ইসলাম, শাহিন প্রমুখ। উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ে সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র ছাত্রীসহ বিপুলসংখ্যক আনন্দ টিভির দর্শক শ্রোতা।
প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরার পুলিশ সুপার মো. মুস্তাফিজুর রহমান বলেন, আজকের এই দিনে আনন্দ টিভি চ্যানেলটি ২য় বর্ষ পাড়ি দিয়ে ৩য় বর্ষে পদার্পন করেছে। আনন্দ টিভির নামের মধ্যেই একটা সুখ সুখ ব্যাপার রয়েছে। আনন্দ টিভি সমগ্র বাংলার সমাজের দর্পণ হয়ে কাজ করে যাচ্ছে ও যাবে। আনন্দ টিভি শুধু আনন্দের কথাই বলে না, বরং সমগ্র বাংলার আশা আকাক্সক্ষা, সাফল্য, বিজয় ও জয় যাত্রারও কথা বলে। তিনি আরও বলেন, সাংবাদিকরা বিভিন্ন সময়ই নানা ঝুঁকি নিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করে থাকে।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান-পিপিএম বার এসময় আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসানকে ফুলের শুভেচ্ছা জানান। আলোচনা শেষে অনুষ্ঠানে আনন্দ টিভির ২য় বর্ষপূর্তির ৩য় বর্ষে পর্দাপনের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে কেক কাটেন সম্মানিত অতিথিবৃন্দ ও উপস্থিত সকলে উক্ত অনুষ্ঠান উদযাপন করেন। প্রেসবিজ্ঞপ্তি