গণতান্ত্রিক সংগ্রামে আপোষহীন ৩বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বিকালে ব্রহ্মরাজপুর ইউনিয়নের পূর্ব দহাখুলা ভাটার মোড়ে ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে যুবদল নেতা ইনসাফ আলীর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের কল্যাণে সারা জীবন নিরলসভাবে কাজ করে গেছেন। দেশনেত্রীকে দেশের মানুষ ভালোবাসে বলেই তাঁর জানাযায় কোটি কোটি মানুষ অংশ নিয়েছে। ৭-৮ ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করে জানাজায় অংশ নিয়েছে। তিনি মানুষের হৃদয়ে ও ধানের শীষের মাঝেই বেঁচে থাকবেন।
কোরআন খতম ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, পৌর যুবদলের আহবায়ক আলী শাহিন, সদস্য সচিব মাসুম রানা সবুজ, যুব নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়াম, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সুমন রহমান, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী,
যুবদল নেতা খোরশেদ আলম, সদর থানা যুবদল নেতা ইনসাফ আলী, সিরাজুল ইসলাম, যুব নেতা লুৎফুল আলম খোকন প্রমুখ।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম হাফেজ মাওলানা ফজর আলী। এসময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবদল ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু।