নিজস্ব প্রতিবেদক ::
গণতন্ত্রের অগ্রযাত্রায় নেতৃত্ব বিকাশে উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরা সদর উপজেলার ডি. বি. গার্লস হাইস্কুলে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন-২০১৮। শনিবার (২৭ জানুয়ারি) নির্বাচন উপলক্ষে স্কুল ক্যাম্পাসকে রঙিন সাজে সজ্জিত করে ভোটার শিক্ষার্থীরা।
ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঁচ শ্রেণি থেকে দশ জন প্রার্থী এতে অংশগ্রহণ করে। প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করে দশম শ্রেণির জাকিয়া সুলতানা।
সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দশম শ্রেণির সুমাইয়া পারভীন আশা ও নবম শ্রেণির কনিকা মন্ডল দায়িত্ব পালন করে। প্রিজাইডিং অফিসার হিসেবে দশম শ্রেণির চৈতি দেবনাথ এবং সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে ষষ্ঠ শ্রেণির
সুমি চৌধুরী, সপ্তম শ্রেণির পিংকি ঘোষ, অষ্টম শ্রেণির মাশকুরা পারভীন, নবম শ্রেণির সুমাইয়া খাতুন ও দশম শ্রেণির হালিমা খাতুন দায়িত্ব পালন করে।
এছাড়া পোলিং অফিসার হিসেবে ষষ্ঠ শ্রেণির তাহেরা ও তৃষা, সপ্তম শ্রেণির তমা ও লাইলি, অষ্টম শ্রেণির খাদিজা ও জাহানারা, নবম শ্রেণির মুর্শিদা ও মুন্নি, দশম শ্রেণির আসমা ও খাদিজা দায়িত্ব পালন করে।
আইন শৃঙ্খলা রক্ষায় ১৫জন সদস্য দায়িত্ব পালন করে। নির্বাচন পর্যবেক্ষণ করেন স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছোবহান, প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু, সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারি শিক্ষক
নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, অভিভাবক সদস্য আব্দুল হামিদ বাবু, সেলিম হোসেন ও নজর উদ্দিন সরদারসহ প্রমুখ। সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জাকিয়া সুলতানা।
এতে দশম শ্রেণি ফারজানা আক্তার, সুমাইয়া সুলতানা, নবম শ্রেণির রানী, অষ্টম শ্রেণির শিউলি খাতুন, সপ্তম শ্রেণির জান্নাতুল ফেরদৌস, সামিরা খাতুন ও ষষ্ঠ শ্রেণির ছাদিয়া খাতুন ও পপি মন্ডল নির্বাচিত হয়।
নির্বাচিতদের গলায় ফুলের মালা পরিয়ে আবির ছড়িয়ে এবং পার্টি স্প্রে ছিটিয়ে অভিনন্দন জানায় শিক্ষার্থীরা।
সুত্রঃসাতক্ষীরা টাইম্স ডটকম।