বিভিন্ন সময়ে উদ্ধারের সফলতা এবং কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ কেএমপি'র গোয়েন্দা বিভাগকে অর্থ পুরস্কার প্রদান করলেন কেএমপি কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা।
সোমবার ২৬ এপ্রিল, ২০২১ খ্রিঃ তারিখ কেএমপি'র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা বিভিন্ন সময়ে উদ্ধারের সফলতা এবং কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ কেএমপি'র গোয়েন্দা বিভাগকে অর্থ পুরস্কার প্রদান করেন।এদের মধ্যে রেকর্ড ব্রেক পরিমান মাদক দ্রব্য উদ্ধার,রেকর্ড ব্রেক পরিসান অস্ত্র উদ্ধার,সাজা প্রাপ্ত আসামি আটক করে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাবাভিক রাখার অবদান স্বরুপ কেএমপি কমিশনারের নিকট থেকে সন্মাননা ক্রেস্ট অর্জন করেন কেএমপির গোয়েন্দা শাখার ওসি খান কামাল হোসেন।
উক্ত পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা); ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান (বিপিএম); ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মোঃ কামরুল ইসলাম এবং ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা প্রমুখ।