ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইলের লোহাগড়ায় তিন দিনব্যাপী ৪র্থ উন্নয়ন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪ অক্টোবর ২০১৮ তারিখ বৃহস্পতিবার সকাল ১০ টায় লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে নড়াইলের জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার, স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব রমা রানী রায়, সাবেক সংসদ সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব:) এস কে আবু বাকের, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইলের পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন (পিপিএম), জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক
মো. নিজামউদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান রুনু শিকদার, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর বিশ্বাস প্রমুখ।
এবারের স্লোগান "উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ"। মেলায় নড়াইলসহ দেশের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে সাধারণ মানুষকে অবহিতকরণ, এসডিজি অর্জনে সরকারের সাফল্য ও জনগণকে সম্পৃক্তকরণ, জনকল্যাণে
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ প্রচার, রূপকল্প ২০২১ ও ২০৪১ সালে উন্নত বাংলাদেশ পদার্পণে জনগণকে উদ্বুদ্ধ করা ইত্যাদি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকাণ্ড ও উন্নয়ন কাজের ধারণা প্রদানের জন্যই এ উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।