শেখ আরিফুল ইসলাম আশা:ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশাশুনির মানুষের সমস্যাবলী শ্রবণ ও তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিয়ে গণশুনানিতে নতুন দিগন্ত উন্মোচন করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
বুধবার (৩০ অক্টোবর) গণশুনানির নির্ধারিত দিনে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সাথে যুক্ত হন।
এসময় আশাশুনির চারজন ব্যক্তি চলাচলের রাস্তা, জমি দখল, খাস জমি বন্দোবস্ত পাওয়া সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসকের কাছে তাদের সমস্যা তুলে ধরেন।
জেলা প্রশাসক সমস্যাগুলো শুনে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন।
এছাড়াও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বুধবার তার কার্যালয়ে ১৪৬টি আবেদন গ্রহণ করে শুনানির মাধ্যমে সমস্যাসমূহ সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের গণশুনানিতে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিত ও উম্মে মুসলেমা উপস্থিত ছিলেন। #