মো:আজিজুল ইসলাম:বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকের মঙ্গলবার ভোমরা বন্দর দিয়ে এক ভারতীয় নাগরিককে পুশব্যাক করা হয়েছে। তিনি হচ্ছেন মধ্যপ্রদেশের বালাঘাট জেলার পাচুয়ারা থানার দুরশি গ্রামের মৃত মুদ্দশিং এর ছেলে রামশিং।
প্রায় ১১ মাস আগে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করায় রামশিং নামের ভারতীয় নাগরিক আটক হয়েছিল। পরে অনুপ্রবেশের মামলায় সাজাপ্রাপ্ত হলে খুলনা জেল হাজতে প্রেরণ করা হয় রামশিংকে। তবে সাজা মেয়াদ শেষ হওয়াতে গতকাল দুপুর ২টার দিকে ভোমরা বন্দর দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতে পুশব্যাক করা হয়। অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি নেতৃত্বে ছিলেন, ভোমরা বিওপি’র কমান্ডার সুবেদার শাহ জাহান সঙ্গে ছিলেন নায়েব সুবেদার আশরাফুল ইসলাম, ইমিগ্রেশনের ওসি জুয়েল হাসান, খুলনা জেলখানা নিরাপত্তা বাহিনীর পক্ষে উজ্জল ও আফতাব। ভারতে বিএসএফ’র পক্ষে ছিলেন অফিসার কামবল উত্তাম, ইমিগ্রেশনের মি: কৃষ্ণা, পাচুয়ারা থানা পক্ষ এবং রামশিং’র নাতী।