সিটিজেন জার্নালিস্ট(জিমি) : নগরীর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) বিশেষ কার্যক্রম বাস্তবায়নে নয়টি সিদ্ধান্ত গ্রহণ করেছে। মহানগর পুলিশিং কমিটির সভায় এসকল সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার সকাল ১১টায় কেএমপির সদর দপ্তরে খুলনা মেট্রোপলিটন পুলিশের সন্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির পিপিএম’র সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মহানগর পুলিশিং কমিটির সহ-সভাপতি কাজী ফেরদৌস হোসেন তোতার পুত্রের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আসন্ন কমিউনিটি পুলিশিং ডে উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। সভায় সরকারি-বেসরকারি অংশীদারীত্বের ভিত্তিতে নগরীকে অপরাধমুক্ত, মাদকমুক্ত ও জঙ্গীমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। কমিউনিটি পুলিশিং কমিটির বিতর্কিত সদস্যদেরকে অপসারণ করা। সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলা। পরিবহণ ও মহিলা পুলিশিং কমিউনিটি কমিটি গঠন ও পুনর্গঠন করা। প্রতিটি ওয়ার্ড ও থানা পর্যায়ে নিয়মিত মাসিক সভা ও সভা শেষে র্যালি ছাড়াও মহল্লায় সমাবেশ করার প্রস্তুতি। সমগ্র মহানগর এলাকা সিসি ক্যামেরার আওতায় আনার ক্ষেত্রে পুলিশিং কমিটি বিশেষ ভূমিকা পালন করবে। আসন্ন দুর্গাপূজা ও জাতীয় নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে পুলিশিং ফোরামের নিয়মিত সহায়তা করা। এছাড়াও বিট পুলিশিং কার্যক্রম প্রসার ঘটনার সিদ্ধান্ত নেওয়া হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি সোনালী সেন’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম (উত্তর), রাশিদা বেগম (সিএসবি), মোঃ এহসান শাহ (দক্ষিণ), বিএম নূরুজ্জামান (ডিবি), মোঃ জাফর হোসেন (প্রসিকিউশন)। কেএমপি’র সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মহানগর পুলিশিং কমিটির সভাপতি ডাঃ এ কে এম কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলীসহ মহানগর, থানা ও ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।