প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৩, ২০২০, ১:৩৩ অপরাহ্ণ
মাগুরায় রবিবার থেকে শুরু ৩ দিনব্যাপী পিঠা উৎসব
মাগুরায় আজ রবিবার থেকে শুরু হয়েছে ৩দিনব্যাপী পিঠা উৎসব। সকালে স্থানীয় সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরী চত্বরে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন মাগুরা- ১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুর সভাপতিত্বে উৎসবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ অন্যরা। সদর উপজেলা পরিষদের আয়োজনে পিঠা উৎসবে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ১৫টি স্টল অংশ নেয়। এসব স্টলে দেশীয় ঐতিহ্যবাহি শতাধিক ধরনের পিঠা উপস্থাপন ও বিক্রয় করা হয়। এ উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় থাকবে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
পিঠার সাথে আমাদের নারীদের আত্মিক যোগাযোগের কথা তুলে ধরে বক্তারা এ পিঠা উৎসবকে নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নকে তুলে ধরে মুজিব শতবর্ষে এ ধরনের নানা উৎসব আয়োজন করা হবে বলে জানান।
Copyright © 2024 Update Satkhira. All rights reserved.