থানা কম্পাউন্ডের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন কলারোয়া থানার ওসি মোহা মোস্তাফিজুর রহমান।বৃহম্পতিবার সকালে কলারোয়া থানার কম্পাউন্ডে অবস্থিত পুকুরে রুই,কাতলা সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন ওসি মোহা মোস্তাফিজুর রহমান।
[video width="640" height="368" mp4="https://updatesatkhira.com/wp-content/uploads/2023/05/VID-20230504-WA0016.mp4"][/video]
মাছের পোনা অবমুক্ত করার সময় কলারোয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ বাবুল আক্তার সহ থানার বিভিন্ন অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।
- প্রেস বিঞ্জপ্তি।