সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান দ্বিতিয় বর্ষের ছাত্র সুমন পাল (২৫) সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।তার বাড়ি তালা উপজেলার তেঘরি গ্রামে।মামলা সূত্রে জানা যায়,সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান দ্বিতিয় বর্ষের ছাত্র সুমন পাল (২৫), পিতা-প্রবীর কুমার,সাং তালা, গ্রাম-তেঘরিয়া, সাতক্ষীরা শনিবার দিবাগত রাতে কলেজ রোডের এক ভাড়াবাড়ি থেকে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
মামলার তদন্তকারী অফিসার সদর থানার সাব-ইন্সপরক্টর মো:ইউসূফ আলী প্রতিবেদক কে জানান,আত্মহত্যার ঘটনা সম্পর্কে ম্যাচের অন্যান্য ছাত্ররা বাড়ির মালিক কে জানায়।তখন বাড়ির মালিক থানা পুলিশ কে ফোন দিয়ে বিষয়টি অবগত করেন।পরে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো:মোস্তাফিজুর রহমানের নির্দেশনা মোতাবেক আমি (সাব-ইন্সপেক্টর ইউসূফ) ঘটনা স্থলে যাই এবং মরাদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি।সেখান থেকে বিধি মোতাবেক মরাদেহ সদর হাসপাতালে পোষ্টমার্টোম করতে পাঠানো হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর ইউসূপ আলী আরো জানান,আত্মহননকারী সুমন পাল তার পিতার কাছে ঘটনার আগের দিন (৩) তিন হাজার টাকা চান বিশেষ দরকারে।কিন্তু তার পিতার আর্থিক অবস্থা এতই খারাপ ছিলো যে তিনি তার কলেজ পড়ুয়া ছেলেকে তিন হাজার টাকা দিতে পারেন নি।আর সে কারনে পরিবারের সাথে অভিমান করে সুমন পাল আত্ম হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে তথ্য পেয়েছেন মামলার ইনভেজটিকেশন অফিসার।মামলার আইও আরো জানান,এব্যপারে সাতক্ষীরা থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।যার নং ১৭/১৯ তাং ১৭-০৩-২০১৯।