খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম বলেছেন, মাদক ও ক্যাসিনোর সঙ্গে যে দলের বা যে মতের লোক জড়িত থাকুক না কেন তাকে ছাড়া দেওয়া হবে না। তাই মাদক ও ক্যাসিনোর সঙ্গে যারা জড়িত তারা তাদের ব্যবসা গুটিয়ে ফেলুন।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে বাগেরহাটে স্বাধীনতা উদ্যানে জঙ্গি সন্ত্রাস, মাদক ও দুর্নীতি বিরাধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, মাদক পুরো সমাজকে গ্রাস করছে। একটি পরিবারের একজন সদস্য যদি মাদকাসক্ত হয় তাহলে পুরো পরিবারটি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাদের সুখ শান্তি থাকে না, তাদের সামাজিক জীবন দুর্বিসহ হয়ে ওঠে। তাই যে কোনো মাদক থেকে আপনার পরিবারের সদস্যকে বিরত রাখতে হবে।
বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ড. মোজাম্মেল হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ, জেলা পুলিশিং কমিটির সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক শাহ্ আলম টুকু, প্রেস ক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক বাকী তালুকদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিনসহ আরও অনেকে।