সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান বলেছেন, মাদক ও জঙ্গীবাদ যে কোনো মূল্যে নির্মুল করতে হবে। যুব ও তরুণ সমাজকে চিত্ত বিকাশের মাধ্যম হিসেবে খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে। তাদেরকে ক্রীড়ামুখী করতে হবে। সমাজের সর্বক্ষেত্রে মাদককে ‘না’ বলতে হবে।
শনিবার বিকেলে কলারোয়ার সোনাবাড়িয়া প্রাইমারি স্কুল ময়দানে সোনাবাড়িয়া প্রভাতী সংঘ আয়োজিত বঙ্গবন্ধু স্যাটেলাইট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথ। সোনাবাড়িয়া প্রভাতী সংঘের সভাপতি নয়ন রঞ্জন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন আ.লীগ নেতা বাবু সিদ্বেশ্বর চক্রবর্তী, অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা দুপ্রক সভাপতি প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ক্রীড়া সংগঠক জিয়াউল হক, ইউপি সদস্য নুরুল ইসলাম, আনারুল ইসলাম, আতাউর রহমান লাভলু, প্রধান শিক্ষক ওমর ফারুক, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক এমএ সাজেদ, আসাদুজ্জামান আসাদ, ফারুক হোসেন, সোনাবাড়িয়া প্রভাতী সংঘের সাধারণ সম্পাদক এসএম শরিফুজজামান, ক্রীড়া সংগঠক সাংবাদিক শেখ শাহাজাহান আলি শাহিন, প্রভাষক রফিকুল ইসলাম, রেজাউল করিম লাভলু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালন করেন মাস্টার রুহুল কুদ্দুস মন্টু। ফাইনাল খেলায় কাজীরহাট প্রগতি সংঘ টাইব্রেকারে ৪-২ গোলে সোনাবাড়িয়া প্রভাতী সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ছিলো।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের অধিনায়কের হাতে মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান।
সূত্রঃ দৈণিক সাতক্ষীরা ডটকম।