সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলাম বলেছেন মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নেই। মাদক ব্যবসায়ীদের শিকড় উপড়ে ফেলা হবে। তিনি বলেন মাদক মুক্ত যুব সমাজ গড়তে পুলিশের একার পক্ষে কষ্টকর হয়ে দাড়ায়। সেজন্য সকলের সহযোগীতা প্রয়োজন।পুলিশ কে তথ্য দিন, মাদক মুক্ত সমাজ গড়তে অংশ দিন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। বৃহম্পতিবার সকালে ৪০০ (চারশত) গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ শাহজাহান মিয়া ( ৪৫) আটকের বিষয় নিয়ে এক প্রেস বিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রেস রিলিজের মাধ্যমে আরো জানানো হয় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) এঁর দিক দির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মহিদুল ইসলামের নেতৃত্বে এসআই মুনিরুল ইসলাম, এএসআই প্রদীপ,এএসআই ইদ্রিস আলী,কনস্টেবল তোফায়েল ও সঙ্গীয় ফোর্স বুধবার রাতে বাইপাস রোডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০০ (চারশত) গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ শাহজাহান মিয়া ( ৪৫) আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী খুলনার খালিশ পুুুুরের মৃতঃ জব্বার মিয়ার পুত্র।প্রেস রিলিজে আরো বলা হয় আটককৃত আসামীর নামে ডিবি পুলিশ বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের পূর্বক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।