সাতক্ষীরা সদর উপজেলায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকাল ৩ টায় গোবিন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।অবসর প্রাপ্ত শিক্ষক মাস্টার আনিস উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান।
মাদক বিরোধী সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত)আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আজমল উদ্দীন,বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ। মাদক বিরোধী সমাবেশে অনুষ্ঠানে প্রধান অতিথি ওসি মোস্তাফিজুর রহমান বলেন মুজিববর্ষের "অঙ্গীকার, পুলিশ হবে জনতার" উক্ত শ্লোগান কে সামনে রেখে সাতক্ষীরা থানা পুলিশ নিরবিচ্ছিন্ন ভাবে মাদক বিরোধী অভিযান অব্যহত রেখেছে। তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা থানা পুলিশ নানা উদ্যোগ হাতে নিয়েছে। তার প্রথম উদ্যোগ হলো সাতক্ষীরা সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে সকল মাদক ব্যবসায়ীদের কে ধুলিস্যাৎ করে দেওয়া হবে। তিনি বলেন আমি মাদক ব্যবসায়ীদের কে শেষ একটি বার আত্মসমর্পণ করার সুযোগ দিচ্ছি।মাদক ব্যবসায়ীরা থানায় এসে আত্মসমর্পণ করুন নতুবা আপনাদের শেষ পরিনাম হবে খুব ভয়াবহ।ওসি মোস্তাফিজুর রহমান আরো বলেন আপনার সন্তান কোথায় যায়? কাদের সাথে চলাফেরা করে? সময় মত বাড়ি আসে কিনা? প্রয়োজনের বেশি টাকা পয়সা চায় কিনা ইত্যাদি বিষয় গুলো পর্যালোচনা করুন নতুবা আপনার সন্তানদের কে মাদকের ছোবল হতে রক্ষা করতে পারবেন না।তিনি সাতক্ষীরা সদর উপজেলা কে মাদক-জঙ্গী ও সন্ত্রাস মুক্ত উপজেলা হিসাবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।