যখন যেখানে মানবিক সাহায্য দরকার। তিনি অকাতরে ঢেলে দেন ভালবাসা।তিনি সত্যিকারের একজন মানবসেবী। তিনি বরগুনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
কয়েকদিন আগে স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বরগুনা র নিবেদিত কর্মী আলামিন ও বেলালের বাবা শাহ আলম মিস্ত্রীর ক্যান্সারজনিত সহায়তার জন্য, ফেসবুকে একটি খবর বরগুনায় আলোচিত হয়। খবর টি জেলা প্রশাসকের চোখে পড়া মাত্রই তিনি ডাক দেন সবুজ বরগুনার সদস্যদের।
এরপর অত্যন্ত যত্নে শোনেন বেলাল ও আলামিনের গল্প। কথা বলেন তাদের সাথে। শোনেন তাদের পারিবারিক অবস্থা।
তাৎক্ষণিকভাবে তিনি দরখস্ত দিতে বলেন এবং গতকাল বিকেলে ৫০ হাজার টাকার চেক তুলে দেন শাহ আলম মিস্ত্রীর বড় সন্তান আল আমিনের হাতে।
সাহায্য পাবার পর প্রাপ্তীর আনন্দে কেঁদে ফেলেন শাহ আলম মিস্ত্রী।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এঁর সাহায্য দানের এরকম গল্প, এটাই প্রথম নয়। তিনি প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন নিজ দায়িত্বে।
সবুজ বরগুনার পরিচালক আরিফ খান জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাথে সাথে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।