প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২০, ৩:৪০ অপরাহ্ণ
মানুষকে ঘরে ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে সাতক্ষীরা জেলা পুলিশ
![]()
করোনো পরিস্থিতি মোকাবেলায় কঠোর হচ্ছে সাতক্ষীরা জেলা পুলিশ। এজন্য আজ (সোমবার) থেকেই কোন বিশেষ কারণ ছাড়া রাস্তায় ঘোরাফেরা করলে আইনী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, করোনো সংক্রমণ রোধে এই সময়ে প্রত্যেককেই বাড়িতে অবস্থান করতে হবে। এর বিকল্প নেই। এজন্য আজ থেকেই কোন বিশেষ কারণ ছাড়া রাস্তায় ঘোরাফেরা করলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, করোনো পরিস্থিতি মোকাবেলায় সাধারণ খেটে খাওয়া মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিতে সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে। একইভাবে সাতক্ষীরা জেলা পুলিশ ও জেলা পুলিশিং ফোরামের উদ্যোগে কর্মহীন হয়ে পড়া পাঁচ শতাধিক পরিবারের কাছে চাউল, ডাল, তেল, আলুসহ অন্যান্য খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে।
করোনো প্রতিরোধে পুলিশ সবসময়ই তৎপর রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতঃপূর্বে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। একইভাবে বিদেশ ফেরত মানুষের কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে এবং সাধারণ মানুষকে ঘরে ফেরাতে পুলিশ সদস্যরা দিনরাত কাজ করছে।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎমিশ, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমার, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা সরকারর কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ হাদী, সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডা. আবুল কালাম বাবলা, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, পৌর কাউন্সিলর জোসনা আরা, সমাজ সেবক আনিছ খান বকুল, অ্যাড. শ্যামল ঘোষাল, বিশিষ্ট ব্যবসায়ী রাজ্যেশ^র দাশ প্রমুখ।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং ফোরামের কার্যক্রমকে গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন এবং সরকারের নির্দেশনা মেনে সাধারণ মানুষ যাতে বাড়িতে থাকে সে লক্ষ্যে সতর্কতামূলক কর্মকান্ড পরিচালনা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
প্রসঙ্গত, করোনো পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরা জেলা পুলিশের তৎপরতা ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।
Copyright © 2025 Update Satkhira. All rights reserved.