আজ রবিবার (২১ আগস্ট ২০২২) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
পদায়নকৃত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের কাজ হলো লেগে থাকা, তুমি লেগে থাকলে সফলতা পাবে, না হলে পাবে না। ভালোকে রক্ষা করার দায়িত্ব যেমন আমাদের, তেমনি খারাপ কোন কিছুকে আইনের আওতায় নিয়ে আসাও আমাদের দায়িত্ব ও কর্তব্য। সেই দায়িত্ব নিতে আমরা যেন পিছপা না হই। সেই সাহস, নৈতিক শক্তি আমাদের যেন থাকে সেটাই তোমাদের কাছে কামনা করছি।
সমাজে কেউ যেন সাম্প্রদায়িক বিষবাক্য এবং বিভক্তি ছড়াতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান ডিএমপি কমিশনার।
বিদায় সংবর্ধনা পাওয়া কর্মকর্তারা হলেন- ডিএমপি ঢাকার যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন; উপ-পুলিশ কমিশনার (ডিপ্লোমেটিক সিকিউরিটি) মোঃ আশরাফুল ইসলাম, বিপিএম; উপ-পুলিশ কমিশনার (পিএসএন্ডআইআই) মোছাঃ ফরিদা ইয়াসমিন; উপ-পুলিশ কমিশনার (পরিবহন) মোঃ জোবায়েদুর রহমান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (পিওএম-দক্ষিণ) মোঃ নিজামুল হক মোল্যা; উপ-পুলিশ কমিশনার (পিওএম-পশ্চিম) এস. এম. এমরান হোসেন; উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) বিপ্লব কুমার সরকার, বিপিএম-বার, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (অর্থ) শ্যামল কুমার মুখার্জী, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (রমনা) মোঃ সাজ্জাদুর রহমান, বিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড ফোর্স) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, বিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) আ স ম মাহাতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা) জয়দেব চৌধুরী, বিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা) মোঃ সাইফুল হক; উপ-পুলিশ কমিশনার (আইএডি) মোহাম্মদ আশিকুর রহমান, বিপিএম, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ) শাহ ইফতেখার আহমেদ পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-তেজগাঁও) ওয়াহিদুল ইসলাম, বিপিএম; উপ-পুলিশ কমিশনার (স্পেশাল এ্যাকশন গ্রুপ) আব্দুল মান্নান, বিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তরা) কাজী শফিকুল আলম, বিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ওয়ারী) মোঃ সাইদুল ইসলাম, বিপিএম-সেবা, পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) মোঃ আসাদুজ্জামান, পিপিএম বার।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিদায়ী কর্মকর্তাদের সাথে কাজ করার অভিজ্ঞতার বিষয়ে স্মৃতিচারণ করেন।
উল্লেখ্য, ডিএমপি ঢাকার যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক; উপ-পুলিশ কমিশনার (ডিপ্লোমেটিক সিকিউরিটি) মোঃ আশরাফুল ইসলাম, বিপিএমকে এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক; উপ-পুলিশ কমিশনার (পিএসএন্ডআইআই) মোছাঃ ফরিদা ইয়াসমিনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক; উপ পুলিশ কমিশনার (পরিবহন) মোঃ জোবায়েদুর রহমান, পিপিএমকে এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার; উপ-পুলিশ কমিশনার (পিওএম-দক্ষিণ) মোঃ নিজামুল হক মোল্যাকে খুলনা রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক; উপ-পুলিশ কমিশনার (পিওএম-পশ্চিম) এস. এম. এমরান হোসেনকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক; উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) বিপ্লব কুমার সরকার, বিপিএম-বার, পিপিএমকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক; উপ-পুলিশ কমিশনার (অর্থ) শ্যামল কুমার মুখার্জী, পিপিএম-সেবাকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক; উপ-পুলিশ কমিশনার (রমনা) মোঃ সাজ্জাদুর রহমান, বিপিএম-সেবাকে এসবির অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক; উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড ফোর্স) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, বিপিএম-সেবাকে ১০ম আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক; উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) আ স ম মাহাতাব উদ্দিন, পিপিএম-সেবাকে সিএমপির অতিরিক্ত কমিশনার; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা) জয়দেব চৌধুরী, বিপিএম-সেবাকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক; উপ পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা) মোঃ সাইফুল হককে পুলিশ সুপার, শরীয়তপুর জেলা; উপ-পুলিশ কমিশনার (আইএডি) মোহাম্মদ আশিকুর রহমান, বিপিএম, পিপিএমক (বার)কে পুলিশ সুপার, ঝিনাইদহ জেলা; উপ-পুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ) শাহ ইফতেখার আহমেদ, পিপিএম-সেবাকে পুলিশ সুপার দিনাজপুর জেলা; উপ-পুলিশ কমিশনার (ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার)কে পুলিশ সুপার, কক্সবাজার জেলা; উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-তেজগাঁও) ওয়াহিদুল ইসলাম, বিপিএমকে পুলিশ সুপার, বরিশাল জেলা; উপ-পুলিশ কমিশনার (স্পেশাল এ্যাকশন গ্রুপ) আব্দুল মান্নান, বিপিএম (বার)কে পুলিশ সুপার, কুমিল্লা জেলা; উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তরা) কাজী শফিকুল আলম, বিপিএম-সেবাকে পুলিশ সুপার, গাজীপুর জেলা; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ওয়ারী) মোঃ সাইদুল ইসলাম, বিপিএম-সেবা, পিপিএমকে পুলিশ সুপার, পটুয়াখালী জেলা ও উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) মোঃ আসাদুজ্জামান, পিপিএম (বার)কে পুলিশ সুপার, ঢাকা জেলা হিসেবে পদায়ন করা হয়েছে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন ডিএমপি কমিশনার। তাঁদের পরবর্তী কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
- ডিএমপি নিউজ।