বৃহস্পতিবার থেকে মাস্ক ব্যবহারে কঠোর অবস্থানে যাচ্ছেন সাতক্ষীরা জেলা প্রশাসন।মাস্ক ছাড়া রাস্তায় বের হলেই তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে ।একেবারে গ্রাম গ্রামে যাবেন উপজেলা প্রশাসন ।কোন প্রকার ছাড় দেওয়া হবে না ।করোনা রোগীদের জন্য বে সরাসরি হাসপাতাল চিকিৎসার জন্য চেষ্টা চালানো হচেছ।সকল ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে । মাঠ পর্যায়ে জনপ্রতিনিধিদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।
সমাজের আলো সঙ্গে লাইভ অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এ কথা বলেন।তিনি বলেন দেশের মধ্যে এখনও পর্যন্ত সাতক্ষীরা জেলা ভাল অবস্থানে রয়েছে। এ ধারা অব্যাহত রাখা হবে।হঠাৎ করে কিছু রোগীর সংখ্যা বেড়েছে উল্লেখ করে বলেন দ্রুত এ অবস্থার উন্নতি ঘটানো হবে।